1186
Published on ডিসেম্বর 3, 2021গাজীপুর জেলার শ্রীপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে প্রতিবন্ধী ও অসহায় নারীদের মধ্যে হুইল চেয়ার, কম্বল ও টিন বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ২টায় শ্রীপুর ভবনে সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে এসব বিতরণ করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপিকা রোমানা আলী টুসি।
এর আগে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম আকন্দের পরিচালনায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য অধ্যাপিকা রোমানা আলী টুসি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য নুরুল ইসলাম শিমুল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন, পৌরসভার সাবেক কাউন্সিলর কামরুজ্জামান, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আবুল হোসেন, নুরুল ইসলাম, মো. খায়রুজ্জামান, পৌর যুবলীগের সভাপতি হাসানুল ইসলাম আকন্দ শাওন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল কিস, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আইনুল হক, শ্রীপুর পৌর ১ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি এস এম জালাল উদ্দিন, জয়নাল আবেদীন প্রমূখ। সভাশেষে দোয়া মাহফিলের পর হুইল চেয়ার, টিন ও কম্বল বিতরণ করা হয়।
শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকু বলেন, সাংসদের ব্যাক্তিগত তহবিল থেকে ২০জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, আট বান টিন, ও ২’শ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
হাজেরা খাতুন নামে এক নারী প্রতিবন্ধী বলেন, এখন থেকে তিনি খুঁড়িয়ে নয়, হুইল চেয়ারে বসে নাড়াচাড়া করতে পারবেন। কম্বল পেয়ে আবু নছ মিয়া বলেন, শীতের প্রকোপ যেভাবে বেড়েছে। সন্ধ্যা নামার পরই তা জেঁকে বসে। কিছুটা হলেও শীত নিবারণ করা সম্ভব হবে। টিন সহায়তা পেয়ে হেমা রাণী বলেন, আমার যে ঘরটি চালহীন পড়ে ছিল সে ঘরে এখন ছাউনী উঠবে।