খাগড়াছড়িতে আওয়ামী লীগের মহান বিজয় দিবস উদযাপন

644

Published on ডিসেম্বর 16, 2021
  • Details Image

খাগড়াছড়িতে নানা আয়োজনে মহান দিবস পালন করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের কার্যক্রম।

এরপর র‌্যালী নিয়ে চেঙ্গী স্কোয়ারে অবস্থিত শহীদ স্তম্ভ ও দলীয় অফিস প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কংজরী চৌধুরী সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা আওয়ামী লীগের সদস্য আফতাফ উদ্দিন চৌধুরীসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত