ছাত্রলীগের উদ্যোগে রংপুর মহানগরে শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

1101

Published on ফেব্রুয়ারি 7, 2022
  • Details Image

উত্তরবঙ্গের শীতার্ত মানুষদের সহযোগীতার লক্ষে বাংলাদেশ ছাত্রলীগের ধারাবাহিক মানবিক কর্মসূচি "শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী" বিতরণ কার্যক্রমের তৃতীয় দিনে আজকে রংপুর মহানগরে কর্মসূচি পালন করা হয়।

রংপুর মহানগরের ২৩ নং ওয়ার্ডের পশ্চিম জুম্মা পাড়া, ১৭ নং ওয়ার্ডের কেরানীপাড়া, ২৮ নং ওয়ার্ডের বাবুপাড়ায় রাত ৮ টা থেকে ১২ টা পর্যন্ত ৩৫০ পিছ কম্বল এবং করোনা প্রতিরোধে ১,০০০ সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের "শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ" কর্মসূচির সার্বিক তত্ত্বাবধায়ক বাংলাদেশ ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইমরান জমাদ্দার, সহ-সভাপতি আসাদুজ্জামান সোহেল,স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক পুতুল চন্দ্র রায়, ক্রীড়া সম্পাদক আল আমিন সিদ্দিক সুজন, রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শফিউর রহমান স্বাধীন, সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসেন সহ মহানগর ছাত্রলীগের ৩৩ টি ওয়ার্ড সর্বস্তরের নেতৃবৃন্দ।

এসময় ইমরান জমাদ্দার বলেন,"বাংলাদেশ ছাত্রলীগ তার ঐতিহ্যের ধারাবাহিকতায় সাধারণ মানুষের সেবায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগ সব সময় দেশের মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করেছে,রাজপথে নেমেছে; দেশের স্বাধীনতা ও স্বাধীকার আন্দোলনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। দেশের যেকোন ক্লান্তিলগ্নে বাংলাদেশ ছাত্রলীগ মানুষের জন্য কাজ করে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতা কর্মীকে মুজিব আদর্শ বুকে ধারন করে কাজ করতে হবে। শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।"

Live TV

আপনার জন্য প্রস্তাবিত