যমুনার দুর্গম চরাঞ্চলের ২০ হাজার মানুষকে আনা হলো বিদ্যুৎ সুবিধার আওতায়

714

Published on ফেব্রুয়ারি 9, 2022
  • Details Image

যমুনার দুর্গম চরাঞ্চলের ৪টি ইউনিয়নের ২১ টি গ্রামে ২০ হাজার মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হয়েছে। ২টি সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ৮৯ কিলোমিটার এলাকায় ২ হাজার ৮৮৮টি সংযোগ প্রদান করে ২০ হাজার মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হয়।  

গতকাল জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে জেলার ইসলামপুর উপজেলার যমুনার পশ্চিম তীরবর্তী চরাঞ্চলের ৪টি ইউনিয়নের ২১ টি গ্রামে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়।

এই উপলক্ষে ইসলামপুর উপজেলার গুঠাইল হাইস্কুল প্রাঙ্গণে গ্রাম বিদ্যুতায়ন অনুষ্ঠানে বক্তৃতায় ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, দুর্গম ও প্রত্যন্ত চরাঞ্চলের মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় এনে উন্নয়নের মূলস্রোত ধারায় যুক্ত করা হয়েছে। সাবমেরিন কেবলের মাধ্যমে যমুনার তলদেশ দিয়ে দুর্গম চরাঞ্চলে বিদ্যুৎ সুবিধা দেয়ার কথা মানুষ কল্পনা করতো। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও কল্যাণমুখী নেতৃত্বের ফলে তা আজ বাস্তবরূপ লাভ করেছে।

ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ  প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ শ্লোগানকে ধারণ করে  দেশের দুর্গম এলাকার প্রতিটি ঘরকে সরকার বিদ্যুতায়িত করতে সক্ষম হয়েছে।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ আরো বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশের প্রতিটি ঘরকে  বিদ্যুতের আলোয় আলোকিত করতে পারা অত্যন্ত গৌরবের বিষয়।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, নদী বেস্টিত দক্ষিণ অঞ্চলসহ দেশের প্রত্যন্ত অঞ্চল বিদ্যুতায়নের ফলে  মানুষের মাঝে কর্ম তৎপরতা বেড়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানুষ উৎপাদশীলতায় যুক্ত হয়ে উন্নত বাংলাদেশ গড়ার কাজে যুক্ত হয়েছে। এসবই সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী  শেখ হাসিনার দূরদর্শি নেতৃত্বের ফলে।

জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামান এর সভাপতিত্বে ও ইসলামপুর জোনাল অফিসের ডিজিএম গোলাম রাব্বানী'র সঞ্চালনায় অনুষ্ঠিত গ্রাম বিদ্যুতায়ন উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন  ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যডভোকেট এস এম জামাল আব্দুন নাছের চৌধুরী বাবুল, জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক ম্যানেজার প্রকৌশলী মো. আলমগীর,  ইসলামপুর পৌরসভার মেয়র মো. আব্দুল কাদের শেখ, ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. রুকনোজ্জামান খান।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত