বগুড়া শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

690

Published on ফেব্রুয়ারি 16, 2022
  • Details Image

রাজশাহী বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, বিএনপির জন্ম হয়েছে ষড়যন্ত্রের ভিতর দিয়ে। তাই বিএনপি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। আগামী ২০২৩ সালে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনকে ভণ্ডুল করতে বিএনপি-জামায়াত জোট দেশে বিদেশে নালিশ করছে। তারা জনবিচ্ছিন্ন। তাদের সাংগঠনিক কোন ভিত্তি নেই। তলাবিহিন ঝুড়ির বাংলাদেশ এখন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় বিশ্ব নেতৃত্ব প্রশংসা করছে। 

তিনি বলেন, আগামী নির্বাচন ব্যাহত করার চেষ্টা করলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে। বিএনপি নির্বাচন দেখে ভয় পায়। নির্বাচন নিয়ে এজন্য একেক সময় একেক কথা বলেন।

আজ মঙ্গলবার দুপুরে শাজাহানপুর উপজেলার মাঝিড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতান, সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম। উদ্বোধক ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল ইসলাম রিপু। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু দিলীপ কুমার চৌধুরী। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু ও অ্যাড. জাকির হোসেন নবাব, দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি হিরো প্রমুখ। 

সম্মেলনে বর্তমান কমিটির সভাপতি বাবু দিলীপ কুমার চৌধুরী ও সাধারণ সম্পাদক তালেবুল ইসলামকে পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত