দিনাজপুর জেলা হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

740

Published on মার্চ 17, 2022
  • Details Image

দিনাজপুরের হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের বহুল কাঙ্ক্ষিত ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন হারুন উর রশিদ হারুন। পুনরায় সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৬ মার্চ) বিকেলে উপজেলার হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন এর দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোট গ্রহণ শেষে ভোটের ফলাফল মতে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

সকালে শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বিভিন্ন ধরনের রঙিন বেলুন উড়িয়ে অতিথিদের নিয়ে সন্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী।

উদ্বোধন শেষে বিলুপ্ত কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে, সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এবং সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য শিবলী সাদিক।

আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডঃ আব্দুল লতিফ, মোঃ আলাউদ্দিন, মোঃ বজলুল হক, মোঃ আলতাফুজ্জামান মিতা, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আশফাক হোসেন, মোঃ ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক রণজিৎ কুমার সাহা, দপ্তর সম্পাদক মোঃ সেলিম আখতার চৌধুরী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোঃ কামরুল হুদা হেলাল, যুব ও ক্রিয়া সম্পাদক মোঃ তৈয়ব উদ্দিন চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ তারিকুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মীর শরীফ উদ্দিন মনি, তথ্য ও গবেষণা সম্পাদক বাবু বিধুভুষন সরকার, সদস্য এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, এ্যডঃ সাইফুল ইসলাম, বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ এমদাদ চৌধুরী, মোঃ করিমুল হক চৌধুরী মোঃ মোস্তাফিজুর রহমান, হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ, হাকিমপুর পৌর সভার মেয়র জামিন হোসেন চলন্ত দিনাজপুর জেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া জাকির। 

বক্তব্য শেষে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপজেলার তিনটি ইউনিয়ন, পৌরসভাসহ মোট ২০৬ কাউন্সিলর এর মধ্যে ১৯৬ জন গোপন ব্যালটে তাদের ভোট প্রদান করেন। এতে সভাপতি পদে হারুন উর রশিদ হারুন ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক চৌধুরী ১৮ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে আব্দুর রহমান লিটন ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল ইসলাম ডাবলু পেয়েছেন ৪১ ভোট। বাতিল ভোটের সংখ্যা ২।

সম্মেলনে নির্বাচন পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও দফতর সম্পাদক সেলিম চৌধুরী।

এসময় জেলা আওয়ামী লীগ, বিভিন্ন উপজেলা থেকে আগত আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত