রাঙামাটি জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

676

Published on মে 25, 2022
  • Details Image

রাঙামাটি জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গনে উদ্বোধন করা হয়। জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় সম্মেলনের।

জেলা আওয়ামীলীগের সম্মেলনকে ঘিরে সকাল থেকেই বিপুল সংখ্যক নেতাকর্মীর পদভারে মুখর হয়ে উঠেছে রাঙামাটি শহর। ছোট ছোট মিছিল করে বিপুল সংখ্যক নেতাকর্মী ক্ষুদ্র নৃগোষ্ঠির সাংস্কৃতিক ইন্সটিটিউট চত্বরে সমবেত হয়।

সমাবেশে ঢাকা থেকে ভিডিও বক্তব্যে রাখেন প্রধান অতিথি ও দলের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের এমপি। বক্তব্যে পদ্মাসেতু, বিএনপিসহ নানা ইস্যুতে কথা বলেন।

জুনেই পদ্মা সেতু উদ্বোধন হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতু হওয়াতে সারা দেশের মানুষ খুশি হলেও ফখরুল ও বিএনপি মুখে শ্রাবণের কালো মেঘ। তারা অন্ধকারে ঢিল ছুঁড়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে, যা কখনো সফল হবে না।

তিনি আরো বলেন, ভূমি সমস্যা ছাড়া পাহাড়ের সব সমস্যারই সমাধান হয়েছে। ভূমি সমস্যা সমাধান হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। পাহাড়ে এখনো মাঝে মাঝে রক্তপাত দেখতে পাই, এসব বন্ধ করতে হবে। রক্তপাত ঘটিয়ে কোনও সমস্যার সমাধান সম্ভব হবে না।

তিনি সমাবেশে উপস্থিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ স্বপনকে আওয়ামী লীগের গঠনতন্ত্র মোতাবেক, পুরোনো ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীসহ সবাইকে সাথে নিয়ে নতুন একটি কমিটি উপহার দেয়ার পরামর্শ দিয়ে বক্তব্য শেষ করেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা।

এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। বিকালের দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামীলীগের কমিটি গঠন করা হবে।

সমাবেশে কাউন্সিলররা ছাড়াও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছেন। 

দ্বিতীয় অধিবেশন শুরুতে সভাপতি পদপ্রার্থী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমাকে কেন্দ্রীয় কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতাদের অনুরোধে প্রার্থীতা প্রত্যাহার করলে দীপংকর তালুকদার পুনরায় সভাপতি নির্বাচিত হয়। অন্যদিকে, কাউন্সিলরদের ভোটাভুটিতে পুনরায় সাধারণ সম্পাদক হয়েছেন হাজী মো. মুছা মাতব্বর। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত