টাঙ্গাইল সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

525

Published on মে 30, 2022
  • Details Image

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেছেন, ‌‘রাজনীতিবিদদের জনবান্ধব হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি শাসক নই, আমি জনগণের সেবক’। তাকে অনুসরণ করে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা কাজ করবে। নেতাকর্মীদের সেবকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে।’ 

বিএনপি জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের শিখিয়েছেন কীভাবে দুর্যোগে দুর্বিপাকে মানুষের পাশে থাকতে হয়। তিনি বিশ্বাস করেন- আগামী নির্বাচনে স্বেচ্ছাসেবক লীগ প্রতিটি কেন্দ্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ 

টাঙ্গাইল সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে নির্মল রঞ্জন গুহ এসব কথা বলেন। শনিবার বেলা ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবে বঙ্গবন্ধু অডিটোরিয়ামে এ সম্মেলন হয়।  

নির্মল রঞ্জন গুহ বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রেখে আগামী নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে আওয়ামী লীগ পুনরায় সরকার গঠন করবে। কোনো ষড়যন্ত্র আওয়ামী লীগের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না।’

সম্মেলনে বরেণ্য অতিথি হিসেবে বক্তব্য দেন মো. ছানোয়ার হোসেন এমপি। 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। তিনি বলেন, ‘উন্নয়ন অগ্রগতির স্বার্থে আগামী নির্বাচনে মানুষ ভোট দিয়ে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করবে।’ তিনি নেতাকর্মীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড।’ 

তিনি প্রতিটি থানা, ইউনিয়ন, ওয়ার্ডকে গতিশীল করতে শক্তিশালী কমিটি গঠন করতে বলেন। আগামী নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রভিত্তিক কমিটি গঠন করতে বলেন।

বিশেষ অতিথি হিসেবে টাঙ্গাইল পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগ সভাপতি এস এম সিরাজুল হক আলমগীর, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মোল্লা, টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. আমিরুল ইসলাম খান, শহর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এ রৌফ, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন খান তোফা, কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আহম্মদ উল্লাহ জুয়েল, কার্যনির্বাহী সদস্য ডা. আব্দুস সালাম প্রামাণিক, মনিরুজ্জামান মনির, সদস্য রফিকুল ইসলাম রফিক উপস্থিত ছিলেন। 

সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আলমগীর হোসেন খোকার সভাপতিত্ব উদ্বোধক হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল। আরও বক্তব্য দেন টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন। সম্মেলনে জেলা ও শহর স্বেচ্ছাসেবক লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত