প্রধানমন্ত্রীর নির্দেশে অগ্নিদগ্ধদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হবে

449

Published on জুন 5, 2022
  • Details Image

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে ঢাকা মেডিক্যাল কলেজে যায় আওয়ামী লীগের প্রতিনিধি দল। রবিবার (৫ জুন) আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে প্রতিনিধি দল অগ্নিকাণ্ডে আহতদের খোঁজখবর নেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী, সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিতের আশ্বাস দেন।

পরে সাংবাদিকদের জাহাঙ্গীর কবির নানক জানান, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। নেত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্রলীগ এবং চট্টগ্রামের ছাত্রলীগকে নির্দেশ দিয়েছেন অগ্নিদগ্ধদের সর্বোচ্চ সহযোগিতা করতে। অগ্নিদগ্ধদের যেখানে রক্তের প্রয়োজন হয়, সেখানেই তারা রক্ত দান করবে।

তিনি বলেন, ‘যারা এ দুর্ঘটনায় নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। শোকাহত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। যারা আহত হয়ে চিকিৎসারত আছেন, আমরা আশা করি তারা সুচিকিৎসার মধ্য দিয়ে অতি শিগগিরই সুস্থ হয়ে উঠবেন।

প্রধানমন্ত্রীর তরফ থেকে কী বার্তা রয়েছে, এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদেরকে এখানে পাঠিয়েছেন। গতকাল মধ্যরাত থেকে নেত্রী এই বিষয়ে সব খোঁজখবর নিচ্ছেন। শেখ হাসিনা বার্ন ইউনিটে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন। অপরদিকে চট্টগ্রামের যারা আহত হয়েছেন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার নওফেল, দলের উপদেষ্টা পরিষদের সদস্য ডা. রুহুল হক ও স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানাকে এজন্য বিশেষ দায়িত্ব দিয়েছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে তিন সদস্যবিশিষ্ট এই কমিটিকে ইতোমধ্যেই চট্টগ্রামে পাঠানো হয়েছে। চট্টগ্রামে থেকে সার্বক্ষণিক চিকিৎসা সেবাদানে সর্বোচ্চ সহযোগিতা করতে নির্দেশ দিয়েছেন। চট্টগ্রামে যেসব দগ্ধ ও আহত ব্যক্তি রয়েছেন এবং ঢাকায় যারা এসেছেন, সবার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

নানক আরও জানান, বার্ন ইউনিটের দায়িত্বে থাকা ডা. সামন্ত লাল সেনকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, তিনি যেন চট্টগ্রামে সরেজমিনে গিয়ে অগ্নিদগ্ধ ও আহতদের দেখে আসেন। এজন্য আগামী কাল সোমবার তিন সদস্যবিশিষ্ট ডাক্তারদের টিম চট্টগ্রামে আহতদের দেখতে যাবেন।

এসময় আরও উপস্থিত ছিলেন,  আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত