পদ্মা সেতুর উদ্বোধনে ব‌রিশাল থেকে অংশ নেবে এক লাখ মানুষ

668

Published on জুন 14, 2022
  • Details Image

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ব‌রিশাল অঞ্চল থেকে বাস ও লঞ্চ যোগে এক লাখ মান‌ুষ অংশ নেবে বলে জানিয়েছেন ব‌রিশাল জেলা আওয়ামী লীগের সভাপ‌তি আবুল হাসানাত আব্দুল্লাহ।

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ব‌রিশাল বিভাগের আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মঙ্গলবার (১৪ জুন) দুপুরে ব‌রিশাল ক্লাবে আয়োজিত মত‌বি‌নিময় সভায় এ কথা বলেন তি‌নি।

ব‌রিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়ো‌জিত সভায় হাসানাত আব্দুল্লাহ বলেন, এই স্বপ্নের সেতু বরিশাল অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা বদলে দেওয়ায় ভূমিকা রাখবে। তাই ২৫ তারিখ পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল থেকে ১ লাখ লোক অংশ নেবে। এদের যাতায়াতে সড়ক ও নৌপথে যানবাহনের ব্যবস্থা করার জন্য স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার জন্য এই বিভাগীয় মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

তি‌নি ব‌লেন, আমাদের স্বপ্ন পূরণ হয়েছে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার কারণে। উদ্বোধনী অনুষ্ঠান সাফল‌্যম‌ণ্ডিত করতে সব ব‌্যবস্থা নিচ্ছে ব‌রিশালবাসী। কুয়াকাটা, পাথ‌রঘাটা থেকে ভূরঘাটা পর্যন্ত এলাকার মানুষ যাবে সেতু উদ্বোধনের অনুষ্ঠানে। এই অঞ্চলের মানুষ কত খু‌শি তা বলে বোঝানো সম্ভব নয়। আগে ঢাকা যেতে ৭/৮ ঘণ্টা সময় লাগতো, আর এখন পদ্মা সেতুর ওপর দিয়ে যেতে সময় লাগবে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা।

মত‌বি‌নিময় সভায় অন‌্যান‌্যদের মধ্যে বক্তব‌্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন না‌সিম, সাংগঠ‌নিক সম্পাদক আফজাল হোসেন, পা‌নিসম্পদ প্রতিমন্ত্রী ও ব‌রিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপ‌তি জাহিদ ফারুক শামীম, ব‌রিশাল সি‌টি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ, সংসদ সদস‌্য পঙ্কজ নাথ, আ স ম ফি‌রোজ, পিরোজপুর জেলা প‌রিষদের প্রশাসক ম‌হিউদ্দিন মহারাজ প্রমুখ।

সভায় ব‌রিশাল বিভাগের সংসদ সদস‌্য, জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপ‌তি, সাধারণ সম্পাদক, পৌরসভা মেয়র ও উপজেলা চেয়ারম‌্যানরা উপ‌স্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত