রাজশাহী জেলা আওয়ামী লীগের জরুরী সভা অনুষ্ঠিত

938

Published on জুন 18, 2022
  • Details Image

রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার-এর সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা'র পরিচালনা ও সঞ্চালনায় আগামী ২৩ জুন ২০২২ খ্রি. উপমহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ২৫ জুন ২০২২ খ্রি. বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা এবং বাঙালি জাতির গৌরব ও আত্মমর্যাদার অনন্য স্মারক স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন এবং ২৬ জুন ২০২২ খ্রি. জাতীয় চারনেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হেনা-এঁর জন্মদিন পালন কর্মসূচি সাফল্যমন্ডিত করার লক্ষে অদ্য ১৭ জুন ২০২২ খ্রি. শুক্রবার বিকাল ৪.০০ টায় রাজশাহী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত জরুরী সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর নেতৃবৃন্দ সহ জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ, জেলা পর্যায়ের আওয়ামী লীগের সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং জেলাধীন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ।

সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহঃ-
২৩ জুন ২০২২ খ্রি.
--------------------------------------------
১. সূর্যোদয় অন্তে জেলা আওয়ামী লীগ কার্যালয় সহ জেলাধীন আওয়ামী লীগের সর্বস্তরের সকল দলীয় কার্যালয় এবং সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সংগঠনের সকল দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার, দেশাত্মবোধক গান প্রচার, জেলাব্যাপী সর্বত্র এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত সমূহ পালনের জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ।
২. জেলাধীন সকল মসজিদ, মন্দির, গীর্জা এবং প্যাগোডা সহ সকল ধর্মীয় উপাসনালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭৫ এর ১৫ আগস্টের সকল শহীদ, শহীদ জাতীয় চার নেতা, মহান ভাষা আন্দোলনের সকল ভাষা শহীদ, মহান মুক্তিযুদ্ধের ত্রিশলক্ষ বীর শহীদ, বাঙালির মুক্তি-স্বাধীনতা-গণতন্ত্র ও প্রগতির সংগ্রামে আত্মদানকারী বাংলাদেশ আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সকল সহযোগী এবং ভাতৃপ্রতীম সংগঠনের নেতা-কর্মী-সমর্থকদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া/প্রার্থনা করার সিদ্ধান্ত গ্রহণ।
৩. বেলা ১০.০০ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে সকল নেতা-কর্মী-সমর্থকবৃন্দ সহযোগে আনন্দর‌্যালি সহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ অন্তে বেলা ১১.০০ টায় রাজশাহী জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেক কেটে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক প্রফেসর ডাঃ চিন্ময় কান্তি দাস এবং জেলা আওয়ামী লীগের সদস্য ডাঃ আনিকা ফারিয়া জামান অর্ণার তত্বাবধানে রক্তদান কর্মসূচি আয়োজন এবং দলীয় কার্যালয়ে আলোচনা সভার সিদ্ধান্ত গ্রহণ।

২৫ জুন ২০২২ খ্রি.
--------------------------------------------
২৫ জুন স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক সকাল ৯.৩০ টায় নগরীর বিন্দুর মোড়ের শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হেনা চত্বর থেকে জেলা আওয়ামী লীগের নেতৃত্বে আনন্দর‌্যালি নিয়ে রাজশাহী জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী মুক্তিযোদ্ধা ষ্টেডিয়ামে সকল নেতা-কর্মী-সমর্থক সহযোগে সকাল ১০.০০ টায় অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ।

২৬ জুন ২০২২ খ্রি.
--------------------------
জাতীয় চারনেতার অন্যতম শহীদ এ.এইচ. এম কামারুজ্জামান হেনা-এঁর জন্মদিন পালন উপলক্ষে সকাল ৯.৩০ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে নেতা-কর্মী-সমর্থক সহযোগে জেলা আওয়ামী লীগের নেতৃত্বে পদব্রজে রওনা দিয়ে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হেনা-এঁর মাজারে সকাল ১০.০০ টায় বিনম্র শ্রদ্ধা নিবেদন সহ ফাতেহা পাঠ, দোয়া/প্রার্থনা এবং আলোচনা সভার সিদ্ধান্ত গ্রহণ।

উল্লেখ্য, রাজশাহী জেলা আওয়ামী লীগ কর্তৃক গৃহীত উপরোক্ত কর্মসূচি মোতাবেক জেলাধীন সকল উপজেলায় উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, উপজেলাধীন সর্বস্তরের আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের বর্তমান ও সাবেক নেতা-কর্মী-সমর্থকবৃন্দ সহযোগে পালন করার জন্য রাজশাহী জেলা আওয়ামী লীগ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকে জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

এক্ষেত্রে, ২৩ জুন, ২৫ জুন এবং ২৬ জুন ২০২২ খ্রি. তারিখে জেলা আওয়ামী লীগ কর্তৃক গৃহীত উপরোক্ত সিদ্ধান্ত মোতাবেক কর্মসূচি সমূহ পালন-বাস্তবায়ন এবং জেলা আওয়ামী লীগ আহুত উক্ত কর্মসূচি সমূহে অংশগ্রহণের জন্য জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, জেলা পর্যায়ের আওয়ামী লীগের সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের নেতৃবৃন্দ, জেলাধীন সকল সাংগঠনিক স্তরের আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠন সহ প্রগতিশীল সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের বর্তমান ও সাবেক সকল নেতা-কর্মী-সমর্থকবৃন্দের প্রতি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং সাধারণ সম্পাদক কর্তৃক আদিষ্ট হয়ে সকলকে উপস্থিত থেকে কর্মসূচি পালন করার জন্য আহবান জানানো হচ্ছে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত