আওয়ামী লীগের প্রতিনিধিদল নড়াইলে যাচ্ছে কাল

722

Published on জুলাই 19, 2022
  • Details Image

আওয়ামী লীগের প্রতিনিধিদল আগামীকাল বুধবার নড়াইলে যাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টার বিরুদ্ধে দলের কঠোর অবস্থানের বার্তা দিতেই এই যাত্রা।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নেতৃত্বে প্রতিনিধিদলে থাকছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।

ফেসবুকে দেওয়া এক পোস্টকে কেন্দ্র করে গত ১৫ জুলাই শুক্রবার  নড়াইলের লোহাগড়া উপজেলার দীঘলিয়া ইউনিয়নের সাহাপাড়া এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি, দোকান ও মন্দিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মাত্র কয়েক সপ্তাহ আগে নড়াইলে ফেসবুকে এক কলেজ ছাত্রের পোস্টকে কেন্দ্র করে কলেজটির শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছনার ঘটনা ঘটে।

নড়াইলে আওয়ামী লীগের প্রতিনিধিদলের যাওয়ার বিষয়ে জানতে চাইলে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করা কঠোর অপরাধ। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপরাধে যে-ই অপরাধী হোক, তাকে বিচারের আওতায় আনতে হবে।’

বাহাউদ্দিন নাছিম আরও বলেন, ‘নড়াইলে নিরপরাধ মানুষের ওপর সংঘবদ্ধভাবে হামলা, দোকানপাটে লুট, ভাঙচুর, উপাসনালয়ে হামলা হয়েছে। যারা ক্ষতিগ্রস্ত, তারা তো কোনো অপরাধ করেনি। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা যারা করবে, তাদের বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট কঠোর অবস্থান।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, ‘বাংলাদেশ ঐতিহ্যগতভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্ম ও মতের লোকজন এদেশে শান্তিতে বসবাস করে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রত্যয়ে আমরা সেখানে (নড়াইল) যাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। নড়াইলের এ ঘটনা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, বাংলাদেশবিরোধী। যারা সম্পৃক্ত, তাদের আইনের আওতায় এনে কঠোর বিচার করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত