সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

761

Published on নভেম্বর 15, 2022
  • Details Image

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনে সাবেক ভাইস চেয়ারম্যান সিতাংশু শেখর ধর সিতুকে সভাপতি ও পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব ও উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক হাসনাত হোসেনকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।

মঙ্গলবার( ১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে সন্ধ্যায় এ নতুন কমিটির ঘোষণা দেন নেতারা।

এর আগে দুপুরে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান।

অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে তার নির্দেশনা যুদ্ধ করে আমরা দেশকে স্বাধীন করেছি। এ জন্য ৩০ লাখ মানুষকে প্রাণ দিতে হয়েছে। যারা এদেশের স্বাধীনতা চায়নি তারা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছে।

তিনি বলেন, আমরা বঙ্গবন্ধুর লক্ষ্য বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি। এখন দেশ স্বাবলম্বী হয়েছে। আমরা এখন খাদ্যের জন্য কারো নিকট হাত পাততে হবে না। মানুষের চিকিৎসা, শিক্ষা সর্বক্ষেত্রে আমরা সফলা অর্জন করেছি, অবকাঠামোর উন্নতি হয়েছে। কৃষিক্ষেত্রে উন্নতি হয়েছে। এখন আর কাউকে না খেয়ে থাকতে হয়না। আজকে দেশের অর্থনৈতিক উন্নতি দেশকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। এগুলোই প্রমান করে আওয়ামী লীগ সঠিক পথে এগুচ্ছে। তিনি বলেন, এদেশের যত কিছু ভাল কাজ হয়েছে সবই হয়েছে আওয়ামী লীগের হাত ধরে।

শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি নুর হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।

তিনি বলেন, আমি শেখ হাসিনার একজন উন্নয়নকর্মী। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে উন্নয়নের জন্যই এ জায়গায় এনেছেন। তিনি আমাকে বলেছেন আপনি হাওরের সন্তান। হাওরের জন্য কাজ করুন। তার নির্দেশে শুধু হাওরাঞ্চল নয় পুরো বাংলাদেশের জন্য কাজ করার সুযোগ পেয়েছি৷ মানুষের জীবনমান উন্নয়নে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যেতে চাই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, সুনামগঞ্জ ৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, সংরক্ষিত মহিলা সাংসদ এডভোকেট শামীমা আক্তার খানম, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন ও সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ প্রমুখ৷

এদিকে কমিটি ঘোষণার পরপরই নতুন সভাপতি-সম্পাদককে নিয়ে তাৎক্ষণিক আনন্দ মিছিল করেন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত