শেরপুর জেলার নকলা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

495

Published on নভেম্বর 16, 2022
  • Details Image

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, দেশের মানুষ যখন ঘুমায়, শেখ হাসিনা তখন জেগে থাকেন। যাতে দৈত্য-দানবের বিষাক্ত নিঃশ্বাস দেশকে বিষাক্ত না করতে পারে। সেই সঙ্গে তিনি একটি সবুজ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন। তিনি ১৫ নভেম্বর মঙ্গলবার বিকালে শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, পৃথিবীর কোনো দেশেই বিনা মূল্যে বছরের পয়লা দিন শিক্ষার্থীদের বই দেয় না সরকার। কেবল বাংলাদেশের শেখ হাসিনা সরকারই দিয়ে থাকে।

মঙ্গলবার নকলা শহরের জালালপুরে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। এছাড়া সম্মেলনের প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল।

নকলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুনের সভাপতিত্বে ওই সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল এমপি, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং প্রমুখ।

এ সময় নকলা উপজেলা আওয়ামী লীগের নেতারা ও জনপ্রতিনিধিসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত