ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বছরব্যাপী কর্মসূচি

768

Published on জানুয়ারি 3, 2023
  • Details Image

উপমহাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে করে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি তুলে ধরেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

তিনি বলেন, এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে– ‘ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’। শেখ হাসিনার পরিকল্পিত ‘স্মার্ট বাংলাদেশ’-এর নেতৃত্ব দেবে ছাত্রলীগ। ৭৫তম বর্ষপূর্তিতে এটিই আমাদের সংকল্প।

বুধবার প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর সকাল ৮টায় ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন সংগঠনের নেতাকর্মীরা। সকাল সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং বিকেল ৩টায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। এ ছাড়া আগামী ৬ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা করবে সংগঠনটি।

এরপর ৫ থেকে ৮ জানুয়ারি রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদান ও সংগৃহীত রক্ত বিতরণ এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বছরব্যাপী ‘সুবিধাজনক সময়ে’ আরও বেশ কিছু কর্মসূচি পালন করবে ছাত্রলীগ। এগুলো হলো- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের ওয়ার্ড পর্যায় পর্যন্ত অনাবাদি জমিতে শাক-সবজি-ফল চাষ, মাছ ও গৃহপালিত পশুপালনের উদ্যোগ গ্রহণ। প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ ছাত্রসমাজ’ শীর্ষক মতবিনিময়। কনসার্ট ফর স্মার্ট বাংলাদেশ আয়োজন। বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী। ‘বাংলাদেশ ছাত্রলীগ : গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫ বছর’ শীর্ষক স্মারক গ্রন্থ প্রকাশ। ‘স্মার্ট বাংলাদেশ আইডিয়া কনটেস্ট’ আয়োজন। সব সাংগঠনিক ইউনিটের দলীয় কার্যালয়ে লাইব্রেরি প্রতিষ্ঠা। উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে স্মার্ট বাংলাদেশের প্রাসঙ্গিকতা শীর্ষক প্রতিযোগিতা ও জাতীয়ভাবে ‘স্মার্ট ইউথ ক্যাম্প’ আয়োজন।

শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে ‘শর্ট ফিল্ম কম্পিটিশন’ আয়োজন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ডেভেলপমেন্ট কুইজ আয়োজন। নারী শিক্ষার্থীদের নিয়ে ‘নারীর ক্ষমতায়ন ও শেখ হাসিনা’ শীর্ষক বক্তব্য প্রতিযোগিতা। ‘সজীব ওয়াজেদ জয় প্রোগ্রামিং কনটেস্ট’ আয়োজন। ‘স্মার্ট বাংলাদেশ’ ও ‘স্মার্ট ক্যাম্পাস’-এর ওপর আন্তর্জাতিক একাডেমিক কনফারেন্স। ‘স্মার্ট বাংলাদেশ’ অলিম্পিয়াড। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পুরস্কারপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে চা-চক্র আয়োজন। ‘স্মার্ট বাংলাদেশ: আওয়ার কান্ট্রি, আওয়ার ড্রিম’ শীর্ষক পোস্টার প্রেজেন্টেশন আয়োজন করা হবে।

সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুণ্ডু সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

ক্যাম্পাসে অন্য ছাত্রসংগঠনগুলো রাজনীতি করার সুযোগ পাবে কি না, তা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের কাছে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, যারা সামরিক স্বৈরশাসকের সেবাদাস, অতীতে যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে যারা সাংগঠনিক সম্পৃক্ততা রেখেছে এবং যারা বিশ্ববিদ্যালয়ে লাশের রাজনীতি কায়েম করতে চায় ও শিক্ষার্থীদের ওপর আক্রমণ চালিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়, সেই অপশক্তির স্থান দেশের কোনো ক্যাম্পাসেই হবে না।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ দাবি করেন, ছাত্রলীগ গণরুম প্রথা নামে কোনো প্রথায় বিশ্বাস করে না। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থী যেন সুষ্ঠু ও সুন্দর আবাসিক ব্যবস্থায় থাকতে পারেন, সেটিই ছাত্রলীগের চাওয়া।

গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হকের বিদেশ সফর প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে শেখ ওয়ালী আসিফ বলেন, ‘স্বাধীনতাবিরোধী কোনো অপশক্তির আস্ফালন আমরা কোনোভাবেই সহ্য করব না। তথাকথিত রাজনৈতিক দলের নাম করে তাঁরা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, খবরদার, বাংলাদেশকে নিয়ে একবিন্দু চক্রান্ত করার চেষ্টা করবেন না, দেশের প্রশ্নে ছাত্রলীগ একচুলও ছাড় দেবে না, রাজপথে কঠোর জবাব দেবে।’

Live TV

আপনার জন্য প্রস্তাবিত