জয়পুরহাটে যুবলীগের শীতবস্ত্র বিতরণ

772

Published on ফেব্রুয়ারি 7, 2023
  • Details Image

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুর ১২ টায় জয়পুরহাট জেলা সদর শহিদ মিনারে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে ১০০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উল্লেখ্য, যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সারাদেশে ইতিমধ্যে ৩ লক্ষাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবলীগের সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি'র সদস্য সচিব সুব্রত পালের সভাপতিত্বে ও যুবলীগের প্রচার সম্পাদক, সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য জয়দেব নন্দী'র সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, রাজশাহী ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা বিশ্বাস মুতিউর রহমান বাদশা, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, ত্রাণ সমাজকল্যাণ সম্পাদক ও যুবলীগের সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সাদ্দাম হোসেন পাভেল, সহ-সম্পাদক রাজু আহমেদ, কার্যনির্বাহী সদস্য মোবাশ্বের হোসেন স্বরাজ, হোসেন সিদ্দিক মিলন, জয়পুরহাট জেলা যুবলীগের সভাপতি সুমন সাহা, সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত