মাদারগঞ্জবাসীকে ধান কাটার জন্য ৩ টি হার্ভেস্টার মেশিন উপহার দিলেন সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মির্জা আজম এমপি

1586

Published on মে 9, 2020
  • Details Image
  • Details Image

করোনার প্রভাবে চারিদিকে যখন শ্রমিক সংকটে চলমান বোরো ধান কাটা নিয়ে দুঃচিন্তায় আছেন কৃষকেরা। ঠিক সেই মুহূর্তে কৃষকদের জন্য স্বস্তিদায়ক উপহার দিয়েছেন মির্জা আজম এমপি। ইতিমধ্যে জেলার কৃষি বিভাগের তত্ত্বাবধানে এই হার্ভেস্টার মেশিন দিয়ে ধান কাটার কাজ শুরু হয়েছে। ধান কাটার শ্রমিক সংকটের এই দুর্দিনে এমন উপহার কৃষকদের জন্য আনন্দের।

মাদারগঞ্জে কৃষকের জন্য এবার যুগান্তকারী এক উদ্যোগ নিলেন মির্জা আজম। কৃষকদের সুবিধার্থে ধান কাটার জন্য হারভেস্টার মেশিন নিয়ে এসেছেন তিনি। ৮ মে ২০২০ মাদারগঞ্জে ৩টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন এর শুভ উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

করোনা মহামারির এই সময়ে খাদ্য সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী বার বার তাগিদ দিয়েছেন। শ্রমিকের অভাবে সঠিক সময়ে ধান কাটতে না পারলে কৃষক ও দেশের একটি বড় ক্ষতি হয়ে যাবে। আর একারণে কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন মাদারগঞ্জে এসে পৌঁছায়, যা কৃষকদের জন্য আনন্দের।

কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন এক ঘণ্টায় এক বিঘা জমির ধান কাটতে সক্ষম, এভাবে সারাদিন কাজ করলে দিনে ১০-১২ বিঘা জমির ধান কাটা সম্ভব। শুধু ধান কাটা নয়, সাথে সাথে এটি ধান মাড়াই করে বস্তাবন্দি করতেও সক্ষম। স্বল্প খরচে এই মেশিন কৃষকড়ের ধান কাটার সময় বাঁচাবে, কষ্ট কমাবে। সর্বোপরি প্রয়োজনের সময় মাদারগঞ্জে মাঠেই আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষির সুফল পাবেন কৃষকেরা।

মির্জা আজম তার নির্বাচনী এলাকার মানুষের জন্য করোনা মোকাবেলায় আরও অনেক চোখ জুড়ানো উদ্যোগ ইতোমধ্যেই নিয়েছেন। ডাক্তারদের জন্য সেফটি চেম্বার, সকলের কাছে সেবা পৌঁছে দিতে টেলিমেডিসিন সেবা ও ভ্রাম্যমাণ মেডিকেল টিম। এছাড়াও দুঃস্থ পরিবার, ব্যবসায়ীদের খাদ্য সহায়তা দিয়েছেন তিনি, যার কার্জক্রম এখনো চলমান।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত