সরিষাবাড়িতে বন্যাদুর্গতরা পেয়েছেন ত্রাণ সহায়তা

1605

Published on জুলাই 17, 2020
  • Details Image
  • Details Image

জামালপুরের সরিষাবাড়ীতে কমতে শুরু করেছে যমুনার পানি। বাড়ছে দুর্ভোগ। দেখা দিয়েছে গো খাদ্য সংকট। বন্যায় উপজেলার ৮টি ইউনিয়নের চরা ল ও পৌর এলাকায় বাড়ি-ঘরে পানি ঢুকে প্রায় ২০ হাজার পরিবারের লক্ষাধিক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

পানি কমতে শুরু করলেও শনিবার দুপুর পর্যন্ত যমুনা নদীর পানি বাহাদুরাবাদ পয়েন্টের বিপদসীমার ৫৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপির নির্দেশে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে ইতিমধ্যে নগদ টাকা, ঢেউটিন, চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, পানিতে নিমজ্জিত হয়ে গেছে পাট, আউশ ধান, বোরো ধান, ভুট্টা, তীল, সবজি খেত, বীজতলা ও গোচারণ ভূমিসহ ২ হাজার হেক্টর ফসলী জমি। বীজতলা ফসলি জমি ২ হাজার হেক্টর যাহাতে আমন বীজ তলা ৪৫, আউশ ৭০, পাট ১৬৫০, শাক সবজি ৯০, তীল ২৫, ভূট্টা ৪০, আখ ১০ হেক্টর পানিতে তলিয়ে গেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার জন্য সরকারি সহায়তা হিসেবে ২৩ টন চাল ও নগদ ৩৯ হাজার টাকা এসেছে । আমরা স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপির নির্দেশে ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়নের বন্যা কবলিত মানুষের বাড়ী-বাড়ী গিয়ে ত্রান বিতরন করা হয়েছে এবং ত্রাণ বিতরণের কাজ চলমান আছে। এ উপজেলার বন্যা কবলিত প্রতিটি পরিবারের মাঝে পানি না কমা পর্যন্ত ও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এ ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, চলতি বন্যায় উপজেলায় প্রায় ২ হাজার হেক্টর বীজতলা ফসলি জমি বন্যার পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। পানি এভাবে বৃদ্ধি পেলে আরো বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ক্ষতিগ্রস্থ কৃষকেরা সরকারী ভাবে ভতুর্কি পাবে।

সৌজন্যেঃ বার্তাবাজার

Live TV

আপনার জন্য প্রস্তাবিত