৮০০ বন্যাক্রান্ত পরিবারে ত্রাণ সহায়তা দিয়েছেন জামালপুর-২ আসনের সাংসদ

829

Published on জুলাই 17, 2020
  • Details Image

জামালপুরের ইসলামপুরে বানভাসি মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। শনিবার (৪ জুলাই) ও রবিবার (৫ জুলাই) দিনব্যাপী উপজেলার কুলকান্দি ইউনিয়নের সর্দার পাড়া ও ছড়াবিল এলাকায় বানভাসি ৮শ' পরিবারের মাঝে ১০ কেজি করে ত্রাণের চাল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন তিনি।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জামান আ. নাছের বাবুল, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা পরিষদ সদস্য আব্দুর রাজ্জাক লাল মিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওবায়দুল হক বাবুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যমুনা নদীর পানি কিছুটা কমায় জামালপুরের ইসলামপুরে বন্য পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত