দৌলতপুর ও শিবালয় উপজেলায় বন‌্যায় ক্ষতিগ্রস্ত ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

1136

Published on আগস্ট 17, 2020
  • Details Image

রোববার (১৬ আগস্ট) দুপুরে শিবালয় উপজেলা পরিষদ মিলনায়তনে বন‌্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী বলেছেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকাতে কৃষকের কথা চিন্তা করেনি। বিএনপি সরকার কৃষির উন্নয়নে কোনও কাজ করেননি। ওই সরকার কৃষিকে ধ্বংস করে দিতে চেয়েছিল।

মতিয়া চৌধুরী বলেন, ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯১ সালে বলেছিলেন, ‘বাংলার কৃষককে বাঁচাতে হবে।’ আজ সেই বাংলা ও কৃষককে তিনি বাঁচিয়েছেন। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। আমাদের উৎপাদিত ফসল রপ্তানি হয়।’’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। এছাড়া, কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার ৬০০ কৃষকের মাঝে ৩ কেজি করে ডিএপি সার ও ৫ প্রকারের সবজির বীজ বিতরণ করা হয়।  

Live TV

আপনার জন্য প্রস্তাবিত