814
Published on অক্টোবর 25, 2020জামালপুরের সরিষাবাড়িতে দাশের বাড়ি-চর সরিষাবাড়ি যমুনা শাখা নদীর উপর ব্রীজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। গত শুক্রবার বিকেলে ৭ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে ৬০০ মিটার চেইনেজঃ ৯৬ মিটার দৈর্ঘ্য পিএসসি গার্ডার ব্রীজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা.মুরাদ হাসান এমপি। এর আগে সাতপোয়া ইউনিয়নের ঝিনাই নদীর উপর ৩ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত (আরসিসি ) ৯০ মিটার দৈর্ঘ্য গার্ডার ব্রীজটি শুভ উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী। সন্ধ্যায় তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান সভা মঞ্চে উপস্থিত হলে নেতা-কর্মীরা ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান।
সূত্র জানায় চর সরিষাবাড়ি-দাসের বাড়িসহ অন্ততঃ ১০টি গ্রামের লক্ষাধিক মানুষের যাতায়াত কষ্ট লাগবে কাঠের ব্রীজ ভেঙ্গে যমুনা শাখা নদীর উপর তথ্য প্রতিমন্ত্রী ডা, মুরাদ হাসান এর ঐকান্তিক প্রচেষ্টায় ব্রীজ নির্মান কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করায় স্বস্থি মিলেছে ভুক্তভোগীদের মাঝে। এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবী ছিল যমুনা শাখা নদীর উপর একটি ব্রীজ নির্মানের। অবশেষে ভিত্তিপ্রস্থর স্থাপনে আশা পুরণ হলো দুর্গম চরাঞ্চলের আশাহত মানুষদের। ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষ্যে দাসের বাড়ি ঝিগা তলায় আলোচনা সভার আয়োজন করে সাতপোয়া ইউনয়ন আওয়ামীলীগ। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মাষ্টারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আলহাজ ডা, মুরাদ হাসান তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সরকার। ইউনিয়ন আওয়ামীগ সভাপতি অ্যাড.আব্দুর রউফ গফুরের সভাপতিত্বে ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে বিশিষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, মোস্তাফিজুর রহমান শাহজাদা, ইউএনও শিহাব উদ্দিন আহমদ, সাতপোয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের ঠাকুর, রবিউল ইসলাম, সোহেল রানা প্রমূখ। এ সময় মেয়র প্রার্থি অ্যাড. জহুরল ইসলাম মানিক, প্রভাষক খোরশেদ আলম, নূর এ আলম বাবুসহ সাতপোয়া ইউনিয়ন ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।