সাভার পৌরসভা নির্বাচনে স্বেচ্ছাসেবক লীগের সমাবেশ ও প্রচারণা

788

Published on জানুয়ারি 11, 2021
  • Details Image

আসন্ন সাভার পৌরসভা নির্বাচন উপলক্ষে আজ ১০ জানুয়ারি রোজ রবিবার বিকাল ০৪.৩০ টায় পৌরসভার ৬ নং ওয়ার্ডের সবুজবাগ এলাকায় আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আবদুল গনি'র নৌকা মার্কার সমর্থনে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত নির্বাচনী জনসভা ও প্রচারণায় অংশ নেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং সাভার পৌরসভাকে আরো উন্নত সমৃদ্ধ মডেল পৌরসভা হিসাবে গড়ে তুলতে জননেত্রী শেখ হাসিনা'র মনোনীত মেয়র পদপ্রার্থীকে পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ভোটারদের প্রতি অাহবান জানান। তিনি আরও বলেন সাম্প্রদায়িক অপশক্তি বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। তিনি নেতাকর্মীদের নৌকা মার্কার বিজয় নিশ্চিত করে ঘরে ফেরার আহবান জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন জননেত্রী শেখ হাসিনা'র সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। তিনি প্রতিদিন ১৮ ঘন্টা পরিশ্রম করেন। সাম্প্রদায়িক অপশক্তির শত সহস্র ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পথে। বাংলাদেশের পদ্মাসেতু, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প,মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্নফুলী টানেল,পায়রা গভীর সমুদ্র বন্দর সহ মেগা প্রকল্প সমুহ আজ স্বপ্ন নয় বাস্তব। দেশব্যাপী প্রতিটি সেক্টরে ধারাবাহিক উন্নয়ন অগ্রগতি আজ দৃশ্যমান। বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সাম্প্রদায়িক অপশক্তি! বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির বৃহত্তর স্বার্থে যেকোন মূল্য রুখে দিতে হবে সাম্প্রদায়িক অপশক্তিকে। তিনি নেতাকর্মীদের নৌকার বিজয় নিশ্চিত করে ঘরে ফেরার আহবান জানান।

তিনি আরও বলেন যতদিন জননেত্রী শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। শেখ হাসিনার মূলমন্ত্র, উন্নয়ন আর গণতন্ত্র। শেখ হাসিনার সরকার বার বার দরকার। শেখ হাসিনার জন্য, বাংলাদেশ ধন্য। আরো বক্তব্য রাখেন সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আবদুল গনি, সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপদেষ্টা আশীষ কুমার মজুমদার, সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ দৌলতপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা, গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বিপুল, উপস্থিত ছিলেন উপ দপ্তর সম্পাদক রাহুল দাস, উপ প্রবাসী কল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য নাবিলা নুহাত চৈতী সভাপতিত্ব করেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাজী মোঃ ইমতিয়াজ উদ্দিন, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সায়েম মোল্লা

এছাড়াও কেন্দ্রীয় এবং স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত