নতুন আলোর দীপ্তি ছড়ানোর শপথ নিল ছাত্রলীগ

4987

Published on ফেব্রুয়ারি 5, 2021
  • Details Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটির নেতারা।

বৃহস্পতিবার আনুমানিক সকাল ৯ টায় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি এস সি চত্বর থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের এক ঝাঁক সুসংগঠিত নেতাকর্মী বাসে করে টুঙ্গীপাড়ার উদ্দেশ্যে রওনা দেয়। গোপালগঞ্জে প্রবেশের মুখেই স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা ফুল দিয়ে আনন্দমুখর পরিবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের বরণ করে নেয়।

এরপর ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির নেতারা। পরে তারা স্বাধীনতার মহান স্থপতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন এবং জাতির পিতার মাজার জিয়ারত করেন। জিয়ারত শেষে জয়-লেখকের নেতৃত্বে সুসংগঠিত নতুন যাত্রার ও নতুন আলোর দীপ্তি ছড়ানোর শপথ গ্রহন করেন সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।

উল্লেখ্য যে দায়িত্ব পাওয়ার পর থেকেই জয়-লেখক খুবই দায়ীত্বশীলতার সাথে কাজ করে চলেছে এবং সকল বিতর্ক কাটিয়ে সংগঠনটিকে সুশৃঙ্খল ও গতিশীল করে তুলেছে যা সকল মহলে প্রশংসনীয় ।

দেশের সকল সংকটময় মুহূর্তে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় সম্মুখ যোদ্ধা হিসাবে কাজ করেছে।তারই ধারাাহিকতায় করোনা সংকটময় মুহূর্তে জয়-লেখকের নেতৃত্বে সারা দেশে ছাত্রলীগ নেতাকর্মীর মানবিকতা ও নি:স্বার্থ সহযোগিতা এদেশের ছাত্রসমাজ ও সাধারন জনগণের হৃদয়ে নতুন করে সম্মান ও ভালোবাসার জন্ম দিয়েছে।

শ্রদ্ধা নিবেদন ও শপথ গ্রহণ শেষে ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং জাতির পিতার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালি জাতির অনুপ্রেরণা। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আমাদের অভিভাবক দেশরত্ন শেখ হাসিনা আপা জাতির পিতার স্বপ্নের দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করেছেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সমৃদ্ধির দিকে। বাংলাদেশ ছাত্রলীগের নেতারা জাতির পিতার আদর্শ ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া আন্দোলন সংগ্রামের মহাকাব্যিক পথচলার গর্বিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ পরিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বাংলাদেশ ছাত্রলীগের নেতাদের সঙ্গে নিয়ে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তিযুদ্ধের চেতনায় জাতির পিতার নির্দেশিত পথকে বাস্তবায়নে বাংলাদেশ ছাত্রলীগ কার্যক্রম চালিয়ে যাবে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত