শোক দিবস উপলক্ষে নীলফামারী-২ আসনের সাংসদের উদ্যোগে ২১ অসহায় পরিবারের মাঝে রিকসা, সেলাই মেশিন বিতরণ

1018

Published on আগস্ট 20, 2021
  • Details Image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপনের অনুষ্ঠানে পাঁচ লাখ ৮৭হাজার ৯’শ টাকার উপহার দিয়েছেন নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর। বৃহস্পতিবার দুপুরে(১৯আগষ্ট) জেলা শিল্পকলা অডিটোরিয়ামে নীলফামারী সদর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যোগ দিয়ে তিনি এই উপহার সামগ্রী বিতরণ করেন।

সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন তরুণ রাজনৈতিক কর্মী দৃষ্টি প্রামানিক। এতে জেলা আওয়ামীলীগ সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, পৌর আওয়ামীলীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন বক্তব্য দেন।

অনুষ্ঠানের শুরু এক মিনিট নিরবতা পালন এবং সভা শেষে দোয়ায় অংশ নেন উপস্থিত নেতা কর্মীরা। 

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আসাদুজ্জামান নূর বলেন, বঙ্গবন্ধুকে হত্যা একটি পরিকল্পিত ঘটনা। যারা বলেন বিপদগামী কিছু সেনা সদস্য বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করেছে এটি সঠিক নয়। এতদিন পরও এখোনো ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা একটির পর একটি ষড়যন্ত্র করেই চলেছে। যার প্রমাণ দেখেছেন আপনারা। সিরিজ বোমা হামলা, ২১শে আগষ্ট গ্রেনেড হামলা তারই অংশ।

তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে গেছেন। বাংলাদেশ এখন বিশ্বে আলোচনার একটি বিষয়। আমাদের দেশে দারিদ্রতা রয়েছে এটি শুধু বাংলাদেশেই নয় উন্নত দেশগুলোতেও দারিদ্রতা রয়েছে। কেউ শতভাত উন্নত হতে পারেনি।

শেষে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলীয় এবং অসচ্ছল ২১জনের মাঝে সংসদ সদস্যের উপহার হিসেবে রিকসা, গরু, মুজিববর্ষ উপলক্ষে ঘর, সেলাই মেশিন, হুইল চেয়ারসহ চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান জানান, ৭৯৬০ টাকা থেকে শুরু করে ১লাখ ৭১হাজার টাকা পর্যন্ত উপহার দেন সাংসদ নূর। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপস্থাপন করেন তৃতীয় শ্রেণীর ছাত্র রুদ্রজীত সরকার স্রোত। আওয়ামীলীগ ছাড়াও ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, যুব মহিলা লীগ, মহিলা লীগের নেতা কর্মীরা এতে অংশগ্রহণ করেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত