দিনাজপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস পালিত

519

Published on আগস্ট 20, 2021
  • Details Image

জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে দিনাজপুর জেলা আওয়ামী লীগ। কর্মসূচীর মধ্যে শ্রদ্ধার্ঘ অর্পণ, আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ আগষ্ট রোববার সকালে দিবসটি উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয় চত্তরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। উক্ত দিনে সকালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয় এবং বিকেলে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী, এম.পি, দিনাজপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মনোরঞ্জন শীল গোপাল এম.পিসহ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জনাব জাকিয়া তাবাসুম জুই, এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এম.পি এবং সভাটি সঞ্চালনা করেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আজিজুল ইমাম চৌধুরী।

সভায় বক্তাগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতি ও জীবন দর্শন নিয়ে আলোচনা করেন। ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তান শাসকগোষ্ঠীকে হারিয়ে নির্বাচিত হন বঙ্গবন্ধু। তিনি কখনো কারো কাছে মাথা নত করেননি। তিনি বাঙ্গলী জাতিকে এতোটাই বিশ্বাস করতেন যে, তিনি কখনোই গণভবনে থাকতে রাজি হননি। বক্তাগণ উল্লেখ করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে খন্দকার মোস্তাক ও জিয়ার ষড়যন্ত্রের স্বীকার হন। ১৯৭৫ সালের হত্যাকাণ্ড যেন কারবালার যুদ্ধকেও ম্লান করে দেয়। তারা ঐদিন নারী ও শিশুদের রেহাই দেয়নি। বক্তাগণ বলেন, ব্যক্তি লীগ হতে বের হয়ে এসে আওয়ামী লীগের আদর্শে আর্দশিত হতে হবে। আমরা বঙ্গবন্ধুকে ধরে রাখতে পারি নাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ধরে রাখতে চাই। বক্তরা বর্তমানের সমাজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শে নিজের জীবন গড়ার আহবান জানান। সভা শেষে রুহের মাগফেরাত কামনা করে সভাটি সমাপ্ত করেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত