নোয়াখালীতে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

1234

Published on নভেম্বর 3, 2021
  • Details Image

জাতীয় চার নেতার স্মরণে নোয়াখালীতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে জেলহত্যা দিবস পালিত হয়েছে। বুধবার সকালে মাইজদী জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে জাতীয় চার নেতার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শিহাব উদ্দিন শাহীন, যুগ্ম আহবায়ক ও পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মিয়া শাহজাহানসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত