চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

774

Published on জানুয়ারি 11, 2022
  • Details Image

যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। 

দিবসটি পালন উপলক্ষে আজ সোমবার চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ সকাল ৯টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। পরে দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মঞ্চে এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুারালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় নেতাকর্মীরা। 

পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায বক্তব্য রাখেন নেতৃবৃন্দরা। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্য, জাতীয় চার নেতা এবং স্বাধীনতা যুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত