538
Published on জানুয়ারি 25, 2022জামালপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে অসহায় ও অসচ্ছল ব্যক্তিদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোফাফফর হোসেন অসহায় ও অসচ্ছল ব্যক্তিদের মাঝে এসব চেক বিতরণ করেন।
এ সময় সদর উপজেলার চেয়ারম্যান আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটোস লরেন্স চিরান, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে জামালপুর সদর উপজেলার ২৪ জন অসহায় ও অসচ্ছল ব্যক্তির মাঝে ১১ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।