1878
Published on এপ্রিল 30, 2020চান্দগাঁও থানা ছাত্রলীগের পক্ষে থেকে আজ খেটে খাওয়া, দিন মজুর ও গরীবের মঝে চাল, ডাল, আলু , পেয়াজ , সাবান, ডেটল ইত্যাদি বিতরন করা হয়।
কাপ্তাই রাস্তার মাথা থেকে শুরু করে সি এন্ড বি, মোলভী পুকুর পাড়,পুরাতন চান্দগাঁও, বদ্দারহাট মোড়ে এসে শেষ হয়।
চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি মো: নুরুন নবী সাহেদ বলেন, যারা এলাকার বিক্তশালী তাদের কাছে দেশের এই ক্রান্তিলগ্নের সময় গরীব ও দুঃখি মানুষে পাশে দাড়ানোর জন্য অনুরোধ করেন।
সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বলেন আমরা সমাজের দশ জনে মিলে মিশে আমাদের সমাজের গরীবের পাশে দাড়ালে আমাদের সমাজে আর দুঃখী মানুষ থাকবেনা।
এতে উপস্থিত ছিলো চান্দগাঁও থানার ছাত্রলীগের সভাপতি মো নুরুন নবী সাহেদ, সাধারন সম্পাদক মো শহিদুল আলম শহিদ, যুগ্ন সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, টাবলু দাস।