কুলাউড়া উপ‌জেলা আওয়ামী লী‌গের খাদ্যসামগ্রী বিতরণ

1993

Published on মে 11, 2020
  • Details Image

আওয়ামী লী‌গের সভা‌নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নি‌র্দে‌শে বৈশ্মিক মহামারী ক‌রোনা ভাইরাসের কার‌ণে দূ‌র্ভো‌গে কব‌লিত কর্মহীন, অসহায় মানু‌ষের মা‌ঝে খাদ্য সামগ্রী বিতরণ ক‌রে‌ছে কুলাউড়া উপ‌জেলা আওয়ামী লীগ।

শ‌নিবার (৯ মে) পৌর শহ‌রের রেস্ট হাউ‌জের সম্মু‌খে অসহায় মানু‌ষের সুষম বণ্ঠ‌নের জন্য উপ‌জেলার ১৩ টি ইউ‌নিয়ন ও পৌরসভা আওয়ামী লী‌গের নেতৃবৃ‌ন্দের মা‌ঝে তা হস্তান্তর করা হয়।

কুলাউড়া উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি র‌ফিকুল ইসলাম রেনুর নি‌র্দেশনায় এবং উপ‌জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক আ স ম কামরুল ইসলামের তত্ত্বাবধা‌নে খাদ্য বিতরণে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন- জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত