বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট ও সহযোগী সংগঠনের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

3576

Published on ডিসেম্বর 6, 2020
  • Details Image

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজধানী ঢাকাসহ সারাদেশ। আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম বিভিন্ন সংগঠন ক্ষোভ প্রকাশ করে মিছিল করেছে। বিক্ষোভ মিছিলের পাশাপাশি সমাবেশও করেছে একাধিক সংগঠন।

এসব কর্মসূচি থেকে ভাস্কর্যবিরোধীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। শনিবার (৫ ডিসেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে বিক্ষোভ মিছিল করে এসব সংগঠন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে একই ইস্যুতে প্রতিবাদ মিছিল করেন আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন কৃষকলীগ, রাজধানীসহ সারাদেশে প্রতিবাদ মিছিল করেন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আরও অনেকে।

এর অংশ হিসেবে কুষ্টিয়ায় স্বাধীনতাবিরোধী অপশক্তি মৌলবাদী জঙ্গি গোষ্ঠী কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সারাদেশব্যাপী যুবলীগ তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে। রাত আটটায় বঙ্গবন্ধু এভিনিউ থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ বিক্ষোভ মিছিল বের করে। মিছিল-পরবর্তী সমাবেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান করা হয় এবং এই স্বাধীনতাবিরোধী অপশক্তি পাকিস্তানি দোসরদের কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি দেয়া হয়।

আগামীকাল রবিবার রাজধানীর বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে একাধিক কর্মসূচি ঘোষণা করেছে এসব সংগঠন।

এদিকে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী যুবলীগ।

নাটোরে যুবলীগের উদ্যোগে জঙ্গিবাদ, মৌলবাদ এবং ভাস্কর্য বিরোধীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী যুবলীগ।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার রাত আটটার দিকে কান্দিভিটুয়া জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নাটোর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে একটি সমাবেশ করেন তারা।

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশাল নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বর থেকে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের দলীয় কার্যালয় চত্বরে এসে শেষ হয়। মিছিলে আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং শ্রমিক লীগের নেতাকর্মীরা অংশ নেয়।

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মোংলায় উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌধুরী মোড়ে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়।

বঙ্গবন্ধুর ভাষ্কর্য বিকৃত করায় রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি হয়েছে।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে রাজশাহী মহানগর আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও সারাদেশের ৬৪ জেলায় আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত